ব্রাহ্মণবাড়িয়ায় ডায়রিয়ার প্রকোপ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/03/29/brahmanbaria-dairheea-pic.jpg)
চারদিকে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ। সঙ্গে আসন স্বল্পতা। এরই মধ্যে তাই মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এভাবেই চলছে ডায়রিয়া ওয়ার্ড।
জেলায় হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় আসন বাদে সব ধরনের সেবাই নিশ্চিত করা হচ্ছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। আর অতিরিক্ত গরমে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জানা গেছে, গত তিন দিনে প্রায় শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ৬৫ জন ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। অথচ আসন আছে মাত্র ৩২টি। এরই মধ্যে প্রতিদিনই বাড়ছে নতুন নতুন রোগী।
গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন রোগী ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধরাই বেশি।
রোগীর স্বজরা জানিয়েছেন, ওষুধসহ প্রয়োজনীয় স্যালাইন পেলেও আসন না পাওয়ায় অপরিচ্ছন্ন পরিবেশে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে। এতে তাঁদের দুর্ভোগ বাড়ছে।
জেলার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডায়রিয়া রোগীদের সেবায় হাসপাতালের আসন সংখ্যা, স্যালাইন ওষুধসহ সব কিছুর বিষয়ে তৎপরতা বাড়ানো হয়েছে।
চিকিৎসকরা বলছেন, গরম বাড়ার পাশাপাশি খাবারসহ বিশুদ্ধ পানি গ্রহণে অসচেতনতার কারণেই ডায়রিয়ার প্রকোপ বাড়ছে। সবাইকে খাদ্য ও পানীয় গ্রহণে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. ওয়াহিদুজ্জামান।