ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতা : নতুন ২০ জনসহ মোট গ্রেপ্তার ৮৩
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/04/11/b-baria-news-pic_1.jpg)
ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬, ২৭ ও ২৮ মার্চ হেফাজতের বিক্ষোভ চলাকালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে আরও ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় এ যাবত মোট ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, সহিংস ঘটনার প্রাপ্ত স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আসামি সনাক্ত করা হয়। এর মধ্যে ঘাটুরা এলাকায় অবস্থিত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মূল হোতা শামীম মিয়াও রয়েছে।
সহিংসতার ঘটনায় সদর মডেল থানায় ৪৩টি, আশুগঞ্জ থানায় তিনটি ও সরাইল থানায় দুটি ও রেলওয়ে থানায় একটিসহ মোট ৪৯টি মামলা হয়েছে। এ সব মামলায় ২৮৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ থেকে ৩৫ হাজার আসামি করা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৬৭ জন, আশুগঞ্জ থানায় ১২ জন এবং সরাইল থানায় চারজনসহ মোট ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ দিকে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের ঘটনায়, বিএনপিকর্মী আরমান ও হেফাজতকর্মী বাকেরকে ১০ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত। দুপুরে আসামিদের আদালতে তোলা হলে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে হাকিম এ রিমান্ড মঞ্জুর করেন।