ভালুকায় বাসচাপায় গৃহবধূ নিহত
ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রোববার বিকেলে শালবন পরিবহণের একটি বাসচাপায় ঋতু আক্তার (২০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। ঋতু ভালুকার বর্তা গ্রামের শাহ আলম সোহাগের স্ত্রী।
ঘটনাটি নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিয়া। তিনি জানান, ঋতু উপজেলার ভরাডোবা গ্রামে বাবার বাড়িতে ঈদ শেষে স্বামী ও ছোট বোনকে নিয়ে স্বামীর বাড়ি যাচ্ছিলেন। পথে ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় শালবন পরিবহণের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাঁকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বাসের ধাক্কায় এক গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে।