ভালুকায় বিরোধের জেরে ব্যবসায়ীর পা কর্তন
ময়মনসিংহের ভালুকা উপজেলায় অবস্থিত আরটি গ্রুপের মালিক ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের দুই পা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে উপজেলার ধামশুর এলাকায় আরটি কম্পোজিট মিলের ভেতরে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
পরে কারখানায় শ্রমিকরা দুর্বৃত্তদের বাড়ি-ঘরে হামলা চালায়। এ সময় শ্রমিকরা একটি প্রাইভেট কারসহ ঘরবাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
প্রত্যক্ষদর্শী কারখানা শ্রমিক জালাল জানান, কারখানার ভেতরে মাটি ভরাটের কাজ চলছে। আজ সকাল ১০টার দিকে একদল দুর্বৃত্ত এসে মাটি ভরাটে বাধা দেয়। এ সময় মালিক আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে এলে তাঁর ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। হামলাকালে দা দিয়ে কুপিয়ে একটি পা কেটে বিচ্ছিন্ন করে দেয়। এবং তাঁর অপর আরেকটি পা ঝুলে রয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোট তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত সবাইকে আটকে অভিযান চলছে।’
শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) কাজী সাইদুর রহমান জানান, এ ঘটনায় শিল্প পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনজনকে আটক করে ভালুকা থানা পুলিশের কাছে সোর্পদ করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।