ভৈরবে গাঁজা-হুইস্কিসহ আটক ৯

কিশোরগঞ্জের ভৈরবে নয়জনকে আটক করেছে র্যাব। ছবি : এনটিভি
কিশোরগঞ্জের ভৈরবে ৯ মাদক কারবারিকে আটক করা হয়েছে বলে দাবি করেছে র্যাব। র্যাব বলছে—এ সময় তাঁদের কাছ থেকে জব্দ করা হয়েছে ২৬ কেজি গাঁজা ও তিন বোতল হুইস্কি, সঙ্গে ছিল মাদক বিক্রির টাকাও।
র্যাব জানায়, গতকাল বুধবার রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিমপ্রান্ত ভৈরব টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ওই নয়জনকে আটক করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব বাদী হয়ে আটকদের ভৈরব থানায় সোপর্দ করে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা করেছে বলে জানান ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
আটক নয়জন হলেন—সময় আবু বক্কর (২২), সবুজ মিয়া (২৪), সুজন মিয়া (২২), জুয়েল মিয়া জসিম মিয়া (১৯), সজিব মিয়া (১৯), মানিক বেপারী (২৬), মহিন উদ্দিন (২৪), সোহান। তাঁদের বাড়ি নরসিংদী জেলার বিভিন্ন উপজেলায়।