ভোটচোর রুখতে দরকার তত্ত্বাবধায়ক সরকার : আমীর খসরু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/02/28/khulna-pic.jpg)
এই সরকার দখলদার, দুর্নীতিবাজ ও ভোটচোর—তাই তাদের দ্রব্যমূল্য বৃদ্ধিতে কোনো মাথা ব্যথা, দায়-দায়িত্ব নেই। ওয়াসার ১০০ কোটি টাকা প্রকল্পের কাজ তারা ৩০০ কোটি টাকায় করে আঙুল ফুলে গলাগাছ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ সোমবার খুলনা মহানগর ও জেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী এ মন্তব্য করেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই সরকারের মন্ত্রী বলে—দ্রব্যমূল্য বৃদ্ধিতে তাদের কোনো দায়-দায়িত্ব নেই—যা কোনো সরকারের মন্ত্রী বলতে পারে না।
আমীর খসরু আরও বলেন, সার্স কমিটি-ফার্স কমিটি নয়, এখন দরকার তত্ত্বাবধায়ক সরকার। আর ইভিএমের বদলে ব্যালট পেপার।
মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে এই প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, জয়ন্ত কুমার কুণ্ডু, সাহরুজ্জামান মোর্ত্তজা প্রমুখ।
এর আগে নগরীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই প্রতিবাদ সমাবেশে যোগদান করেন।
আওয়ামী লীগ সমাবেশ করতে পারে হাদিস পার্কে, সড়ক বন্ধ করে কিন্তু বিএনপির জনসভা এই ছোট গলিতে হবে কেন? এই প্রশ্ন করে আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামীতে বিএনপি আর অলিগলিতে সমাবেশ করবে না বলে হুঁশিয়ারি দেন।