৫ আগস্ট গণতন্ত্র প্রতিষ্ঠার দিন : আফরোজা খানম

মানিকগঞ্জের সাটুরিয়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা বলেছেন, ‘৫ আগস্ট গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দিন। এ দিন বাংলাদেশ স্বৈরাচার ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ থেকে মুক্তি পেয়েছে।’
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে সাটুরিয়া উপজেলা বিএনপির আয়োজনে আনন্দ মিছিলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম রিতা এসব কথা বলেন।
এদিন দুপুরে বৃষ্টি উপেক্ষা করে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক, সিনেমা হল রোড হয়ে পল্লীসেবা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
সমাবেশে আফরোজা খানম রিতা বলেন, ‘৫ আগস্ট স্বাধীনতা ও গণতন্ত্রকামী জনগণের বিজয়ের দিন। এ দিনে দেশের মানুষ স্বৈরাচারী, ফ্যাসিবাদী আওয়ামী লীগের হাত থেকে মুক্তি পেয়েছে। তারা এখন দেশ-বিদেশে পালিয়ে বেড়াচ্ছে।’
আফরোজা খানম রিতা আরও বলেন, ‘গত ১৬ বছরের শাসনামলে মানিকগঞ্জসহ সারা দেশে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা-মামলা, নির্যাতন-নিপীড়ন চালানো হয়েছিল নিয়মিতভাবে। সেই সময়ে কোনো নেতাকর্মী হামলা-মামলার ভয়ে ঘরে ঘুমাতে পারেনি, পুলিশ প্রতিরাতে দরজা নক করত। এখন সেই ফ্যাসিবাদীরা দেশ ছেড়ে পালিয়েছে। আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচনি ব্যবস্থাকে প্রহসনে পরিণত করেছিল। দেশের অর্থনীতি ধ্বংস করেছিল এবং ব্যাংক খাত লুট করে লাখ লাক কোটি টাকা বিদেশে পাচার করেছে।’
আফরোজা খানম রিতা দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সব শ্রেণির মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছিল বলেই আজ আমরা আনন্দ মিছিল করতে পারছি। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তাই এখন থেকেই সবাইকে ধানের শীষে ভোট চাইতে হবে।’
তরুণদের উদ্দেশে আফরোজা খানম রিতা বলেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ, দেশের হাল তোমাদেরই ধরতে হবে।’
আফরোজা খানম রিতা আরও বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বলেছেন, যেন আমরা ফ্যাসিস্টদের আমলের কথা ভুলে না যাই এবং সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকি। বিএনপির কোনো নেতাকর্মীর দ্বারা কেউ কষ্ট পাবে—এমনটি হওয়া উচিত নয়।’
সাটুরিয়ার প্রতিটি ভোটকেন্দ্রে ভোটের হার অনুযায়ী ইউনিয়নের নেতাকর্মীদের দলীয় মূল্যায়ন ও পদ-পদবি নির্ধারণ করা হবে। তবে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দলে অনুপ্রবেশ করালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আফরোজা খানম রিতা।
সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখনের সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান ও শাহীন আজাদ বিপ্লব, যুবদলের আহ্বায়ক আমীর হামজা, ফরিদ হোসেন, জুয়েল হোসেন,উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাদ্দাম হোসেন, শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান মিজান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিনুজ্জামান মহসিন, কৃষক দলের সভাপতি বরকত মল্লিকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী।