ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ১৫ দিনের দণ্ড

নীলফামারীতে মাদক সেবনের দায়ে জাকির আলী নামে এই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি
নীলফামারীতে মাদক সেবনের দায়ে জাকির আলী (২৪) নামে এক যুবকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে এই দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার।
দণ্ডাদেশপ্রাপ্ত জাকির হোসেনের বাড়ি শহরের শাহীপাড়া মহল্লায়।
নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী জানান, শিশু একাডেমির পেছনে মাদক সেবন করছিলেন ওই যুবক। এ সময় তাঁকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন ইউএনও।
দণ্ডাদেশপ্রাপ্ত যুবককে জেলা কারাগারে পাঠানো হয়েছে।