ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে আওয়ামী লীগ : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ কখনও জনগণের বন্ধু ছিল না। ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে দলটি।’ আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন, চিকিৎসা ও সেবা কমিটির উদ্যোগে আয়োজিত রক্তদান ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করে এ কথা বলেন মির্জা ফখরুল।
‘বিএনপির জনসমর্থন নেই’—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপি নেই বলছেন কেন বারবার? আপনাদের কথাতেই প্রমাণ হয় বিএনপি আছে, খুব ভালো করেই আছে এবং আপনাদের ঘাড়ে চড়ে বসে আছে।’
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজন এবং ৭ মার্চ নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘৭ মার্চ ইতিহাসের অংশ। এটাকে অস্বীকারের সুযোগ নেই। কিন্তু কেবল ৭ মার্চের ভাষণে স্বাধীনতা আসেনি। দেশের মানুষ সংগ্রাম দিয়ে মুক্তিযুদ্ধের দিকে, স্বাধীনতার দিকে নিয়ে গেছে।’
ফখরুল আরও বলেন, ‘আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ঘোষণার গুরুত্ব তুলে ধরতে চেয়েছি, সবার অবদান তুলে ধরতে চেয়েছি, প্রকৃত ইতিহাস তুলে ধরতে চেয়েছি। স্বাধীনতার এত বছর পর এটার প্রয়োজন হয়েছে—নতুন প্রজন্মকে মিথ্যাচার থেকে বাঁচাতে।’