মন্ত্রীর স্ত্রী পরিচয়ে বিচারককে হুমকি দিয়ে আটক
জামালপুরে মন্ত্রীর স্ত্রীর পরিচয়ে আদালতের বিচারককে হুমকি দেওয়ার ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে জেলা জজ আদালতে এ ঘটনা ঘটে।
আটক আরিফা বেগম (৩৫) জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের কানিল এলাকার মো. শফিকুল ইসলামের স্ত্রী।
জামালপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. মুস্তাফিজুর রহমান জানান, গত ১৫ ফেব্রুয়ারি বিকেলে সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিঞার নাতির পরিচয়ে মো. শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি অতিরিক্ত সহকারী জজ এ কে এম ছিফাতুল্লাহকে একটি মামলার রায়ের ব্যাপারে ফোন করে হুমনি দেন। এরপর থেকে শফিকুল ইসলাম ছাড়াও এক নারী বার বার ফোন করে হুমকি দিতে থাকেন।
এ ঘটনার পরের দিন ১৬ ফেব্রুয়ারি অতিরিক্ত সহকারী জজ আদালতের সেরেস্তাদার মো. মাহবুবুর রহমান সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ বুধবার দুপুরে আরিফা বেগম নামের ওই নারী সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. ইকবাল মাহমুদের খাস কামরায় যান। তিনি নিজেকে মন্ত্রীর স্ত্রী পরিচয় দিয়ে তাদের বিরুদ্ধে কেন থানায় জিডি করা হয়েছে এ নিয়ে হুমকি দিতে থাকেন। পরে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারকসহ কয়েকজন ওই নারীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালত পুলিশের মাধ্যমে আটক করে সদর থানায় সোপর্দ করে। এ ঘটনায় সংশ্লিষ্ট আদালতের সেরেস্তাদার মো. মাহবুবুর রহমান বাদী হয়ে সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেছেন।