‘মহানন্দায় সেতুকে ঘিরে পর্যটনকেন্দ্র হবে’

বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, ‘চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর উপর নির্মিত শেখ হাসিনা সেতুকে ঘিরে পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে শিগগিরই। আর এ লক্ষ্যে সেতু সংলগ্ন এলাকায় পর্যটনকেন্দ্রের সীমানা নির্ধারণও করা হয়েছে।’
আজ শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তাবিত পর্যটনকেন্দ্রের জায়গা পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত এই প্রকল্পের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। খুব শিগগিরই প্রকল্পে কাজ শুরু হবে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৪২ কোটি টাকা। প্রায় ৪৪ একর জায়গার ওপর এই প্রকল্প কাজ শেষ হলে এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগবে এবং এলাকার মানুষের কর্মসংস্থান হবে।’
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংসদ সদস্য হারুনুর রশিদ, প্রতিমন্ত্রীর একান্ত সচিব আব্দুল জলিল, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, জেলা আওয়ামী সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ।