মহিলা দলের বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার অভিযোগ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/03/14/women.jpg)
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে আজ বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ মহিলা দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
মহিলা দলের সভাপতির আফরোজা আব্বাস বলেন, ‘বর্তমানে দেশে সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বাড়ানোর পরেও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপি দ্রব্যমূল্য নিয়ে রাজনীতি করছে।’
আফরোজা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগ সরকার দুর্নীতি ও ভোটচুরির সরকার। স্বাধীনতার পর আওয়ামী সরকার যত বার ক্ষমতায় এসেছে জনগণের ভোট থেকে শুরু করে সব অধিকার হরণ করেছে।’
এ সময় দ্রব্যমূল্যের দাম বাড়ানোর প্রতিবাদ এবং খালেদা জিয়ার মুক্তি দাবি করেন আফরোজা আব্বাস। বিক্ষোভ-সমাবেশ শেষে একটি মিছিল কদম ফোয়ারার দিকে অগ্রসর হলে পুলিশি বাধার মুখে কর্মসূচি শেষ হয়।