পিএসসি সংস্কারের আট দফা দাবিতে শাহবাগ অবরোধ

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সংস্কারের আট দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।
আজ শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নিতে জড়ো হন। পরে একটি মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে অবস্থান নেন তারা। সেখান থেকে রাত সাড়ে ৮টায় দিকে শাহবাগ মোড়ে পৌঁছে মহাসড়ক অবরোধ করেন।
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা ‘পিএসসি সংস্কার চাই’, ‘আপস না সংগ্রাম’, ‘সংগ্রাম সংগ্রাম’ ইত্যাদি স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
আন্দোলনকারীরা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন নতুন করে তৈরি, প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ, নিয়োগ জট নিরসন এবং ৪৪তম বিসিএসের ফল প্রকাশের পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবি জানান।
তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- খাতা মূল্যায়নে গতি আনা, নিরপেক্ষতা নিশ্চিতে কমিশনে বসে খাতা দেখার ব্যবস্থা এবং দ্রুত অধ্যাদেশ জারি করে পিএসসির সদস্য সংখ্যা ২৫ থেকে ৩০ জনে বৃদ্ধি করা। এদিন সোয়া ৯টার দিকে সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি মানা না হলে সামনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।