মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আটক
জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে আটক করা হয়েছে। বিএনপির বরিশালের সমাবেশ শেষ করে আজ রোববার লঞ্চে ঢাকায় ফেরেন তিনি। সকালে লঞ্চ ঘাট থেকে বাসায় আসার পথে টিকাটুলী থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব তাকে আটক করে।
সুলতানা আহমেদের আটকের সংবাদ জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। সুলতানা আহমেদের স্বামী তৌফিক আহমেদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
সুলতানা আহমেদকে এখনও র্যাবের টিকাটুলী অফিসে রাখা হয়েছে বলে জানা গেছে। সকালে তাঁর ড্রাইভার তাকে ঔষধ দিয়ে এসেছেন বলেও জানান শায়রুল।