মহিলা লীগনেত্রীর মামলায় আ.লীগকর্মী গ্রেপ্তার
ময়মনসিংহে জেলা মহিলা লীগনেত্রীর করা ডিজিটাল নিরাপত্তা আইনের (আইসিটি) মামলায় এক নারী আওয়ামী লীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বিকেল সাড়ে ৩টায় শহরের আকুয়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত এই নারী আওয়ামী লীগকর্মীর নাম জোসিদা খাতুন কোহিনুর (৪৫)। তাকে গ্রেপ্তারের পর সিআইডি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সুলতান মাহমুদ এই খবর নিশ্চিত করেছেন।
মামলার উদ্ধৃতি দিয়ে সিআইডি কর্মকর্তা জানান, ফেসবুক অ্যাক্টিভিস্ট উৎপল কর, জসীদা খাতুন কোহিনূর ও সঞ্জীব ইসলাম নামের তিন ব্যক্তি ফেসবুকে নিজ নিজ আইডি থেকে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে আক্রমণাত্মক ভীতি প্রদর্শক তথ্য-উপাত্ত প্রকাশ করেন। তারা আওয়ামী লীগনেত্রী স্বপ্না খন্দকার ও তার বোন লুৎফুন্নাহার লাকীর ছবি এডিট করে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের নামে মানহানিকার তথ্য প্রকাশ ও প্রচার করেন। দেশের সার্ব্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্যই তারা ফেসবুকে এসব আপলোড করেন।
সিআইডির এ কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপ্না খন্দকার বাদী হয়ে চলতি বছরের ২১ আগস্ট ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় উল্লিখিত তিনজনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। সেই মামলায় তিন আসামির মধ্যে জোসিদা খাতুন কোহিনূরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত কোহিনূর খাতুনের ফেসবুক থেকে জানা যায়, তিনি ‘কোহিনূর বহুমুখী নারী উন্নয়ন সংস্থা’র সভাপতি এবং সক্রিয় আওয়ামী লীগকর্মী। গত ৩০ সেপ্টেম্বর মামলাটি অধিগ্রহণ করে ময়মনসিংহ সিআইডি পুলিশ।