মাগুরায় ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

মাগুরার শ্রীপুর উপজেলায় ট্রাকচাপায় তরিকুল ইসলাম (৪০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাট দ্বারিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম উপজেলার দ্বারিয়াপুর নতুনপাড়া গ্রামের বাসিন্দা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে তরিকুল নিজ বাড়ি থেকে বাইসাইকেলে সাচিলাপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে দ্বারিয়াপুর কলেজ গেটে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকটিকে জব্দ করা হয়। চালক ও হেলপার পলাতক রয়েছে।