মাগুরায় ট্রাকের ধাক্কায় নসিমনের চালকসহ নিহত ২

মাগুরায় ট্রাকের ধাক্কায় নসিমন চালক ও গরু ব্যবসায়ী নিহত। ছবি : এনটিভি
মাগুরায় ট্রাকের ধাক্কায় নসিমনের চালক ও এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের কাটাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাগুরার শ্রীপুর উপজেলার কালিনগর গ্রামের অঞ্জন অধিকারী ও একই জেলার বরুণাতৈল গ্রামের গরু ব্যবসায়ী মোতালেব বিশ্বাস।
নিহতদের পরিবারের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আজ সন্ধ্যার দিকে সদর উপজেলার কাটাখালি হাট থেকে গরু নিয়ে নসিমনে করে বাড়ি ফিরছিলেন মোতালেব বিশ্বাস। পথে মাগুরা-যশোর মহাসড়কের কাটাখালি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক একসঙ্গে দুইটি নসিমনকে ধাক্কা দেয়। এতে এক নসিমনের চালক অঞ্জন অধিকারী ও অপর নসিমনে থাকা গরু ব্যবসায়ী মোতালেব নিহত হন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।