মাগুরায় ত্রাণ কেড়ে নেওয়ার অভিযোগ, আটক ২

মাগুরায় হতদরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা ত্রাণসামগ্রী কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে আটক ও ত্রাণের মালামাল জব্দ করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা সদরের গোপালগ্রাম ইউনিয়নের বাহারবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন স্থানীয় মাতুব্বর রফিক মোল্লা (৩৮) ও বাদশা বিশ্বাস (৫০)।
গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব আহম্মেদ বলেন, ‘এই বিপর্যয়ের সময় সরকারের পাশাপাশি স্থানীয় ধনী ব্যক্তিরা সহযোগিতায় এগিয়ে আসছেন। যা ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রকৃত অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হচ্ছে। এর মধ্যে গতকাল বিকেলে বাহারবাগ গ্রামের তালপাড়ায় ২০টি দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। পরে রাতে সেই ত্রাণ স্থানীয় কিছু দুষ্কৃতকারী তাদের কাছ থেকে জোরপূর্বক নিয়ে আসে, যা দুঃখজনক।’
গ্রামের ভুক্তভোগী দরিদ্র আবু মিয়া ও আলেয়া বেগম জানান, গতকাল বিকেলে পরিষদের চেয়ারম্যানসহ চৌকিদাররা বাড়িতে এসে ত্রাণ দিয়ে যান। পরে সন্ধ্যায় স্থানীয় বাদশা মোল্লা, আতর আলীসহ কয়েকজন সেই ত্রাণসামগ্রী ফেরত দিতে বলেন। পরে তাঁরা দিতে না চাইলে জোর করে সেগুলো বাড়ি থেকে নিয়ে যান।
মাগুরা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান বলেন, ‘দরিদ্রদের ত্রাণে মালামাল জব্দসহ দুজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।’