মাগুরায় মাস্ক পরলেই বিস্কুট
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/04/10/magura-news-pic_0.jpg)
‘মাস্ক পরলেই বিস্কুট’ এই কার্যক্রমকে সামনে রেখে মাগুরা শহরের বিভিন্ন স্থানে বিস্কুট দিয়েছে জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও জেলা ছাত্রলীগ। ছবি : এনটিভি
‘মাস্ক পরলেই বিস্কুট’ এই কার্যক্রমকে সামনে রেখে মাগুরা শহরের বিভিন্ন স্থানে বিস্কুট দিয়েছে জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং জেলা ছাত্রলীগ।
আজ শনিবার দুপুর ১২টায় শহরের চৌরঙ্গী মোড়ে যুবলীগ, ভায়নার মোড়ে স্বেচ্ছাসেবক লীগ এবং ঢাকা রোড এলাকায় ছাত্রলীগের উদ্যোগে মাস্ক পরা ব্যক্তিদের মধ্যে বিস্কুট বিতরণ করা হয়। এ সময় বিস্কুটের পাশাপাশি মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
এ ছাড়া আজ দুপুরে মাগুরা প্রেসক্লাবে অনন্ত গার্মেন্টসের মার্কেটিং পরিচালক কাজী মোস্তাক আহমেদ মাসুম সাংবাদিকদের মধ্যে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও মাস্ক বিতরণ করেছেন।