মাগুরায় ১০ হাজার কর্মহীনের মধ্যে সাংসদ শিখরের খাদ্য বিতরণ শুরু

মাগুরা পৌরসভার প্রায় ১০ হাজার কর্মহীন দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। ছবি : এনটিভি
মাগুরা পৌরসভার প্রায় ১০ হাজার কর্মহীন দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। আজ বুধবার দুপুর ২টায় পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মোল্ল্যাপাড়া ও পারলা এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সাংসদ শিখর বেশ কিছু পরিবারের মধ্যে নিজ হাতে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে পরিবারপ্রতি ছয় কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি সয়াবিন তেল, এক কেজি লবণ ও একটি করে সাবান।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে পৌর কাউন্সিলর মকবুল হোসেন মাকুল, মতলেব খান প্রমুখ নিরাপদ দূরত্ব মেনে উপস্থিত ছিলেন।