মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু

বগুড়া সোনাতলা উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন। আজ সোমবার সকালে ও দুপুরের দিকে পৃথক এ মৃত্যুর ঘটনা ঘটে।
মৃতরা হলেন উপজেলার মধুপুর গ্রামের সিদ্দিক হোসেন (৩২), তাঁর ছেলে সিয়াম (১০) ও কাতলাহার গ্রামের সুমন চন্দ্র রায় (১৬)।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, দুপুরের দিকে মাটিয়ালি বিলে ছেলে সিয়ামকে নিয়ে মাছ ধরতে যান সিদ্দিক হোসেন। এ সময় বজ্রপাতে দুজনেই আহত হন। তাদের উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
অপরদিকে, উপজেলার বুড়ারদহ বিলে আজ সকাল ৯টার দিকে মাছ ধরতে যান সুমন চন্দ্র রায়। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এ ছাড়া আহত হন সন্তোষ চন্দ্র রায় (৪০) নামের আরো একজন।
আহত সন্তোষকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
নিহত তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।