মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত

মানিকগঞ্জে সড়ক বিভাজনে উল্টোপথে কাভার্ডভ্যান ঢুকে একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান এক যুবক। আহত হয়েছেন এক আরোহী। আজ দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে শিবালয় উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেলচালকের নাম মো. লিটন(৩৫)। তিনি উপজেলার নিহন্দ গ্রামের শুকুর আলীর ছেলে। তিনি পল্লী বিদ্যুতের লাইনম্যান বলে জানা গেছে।
বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. রিয়াদ মাহমুদ জানান, মহাসড়কের টেপড়া এলাকায় সড়ক বিভাজন নির্মাণকাজ চলছে। দুপুরের দিকে পাটুরিয়া ঘাটমুখী একটি মুরগি বহনকারী কাভার্ডভ্যান নিয়ম ভঙ্গ করে উল্টো দিক দিয়ে দ্রুত গতিতে চলে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক লিটন নিহত হন। গুরুতর আহত হয় মোটরসাইকেলের আরোহী রাব্বি(১৬)। তাকে ঢাকায় পাঠানো হয়েছে।