মেহেরপুরে বাস ও ইটভাঙা গাড়ির সংঘর্ষ, ২ শ্রমিক নিহত

মেহেরপুর সদর উপজেলায় বাস ও ইটভাঙা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। উপজেলার আমঝুপি এলাকায় আজ বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ব্যক্তি হলেন ওয়াসিম হোসেন ও জাফর আলী। তাঁরা সদর উপজেলার আমঝুপি গ্রামের বাসিন্দা। তাঁরা দুজনই ইটভাঙা শ্রমিক ছিলেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান এ খবর নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ ভোরে আমঝুপি গ্রামের ওয়াসিম হোসেন ও জাফর আলী তাঁদের ইটভাঙা গাড়ি নিয়ে বের হয়েছিলেন। এ সময় ঢাকা থেকে মেহেরপুরের উদ্দেশে ছেড়ে আসা রয়েল এক্সপ্রেস আমঝুপি এলাকায় পৌঁছালে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে ইটভাঙা গাড়ির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুই ইটভাঙা শ্রমিক নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। এ ছাড়া গাড়ির চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ।