মৌলভীবাজারে সদর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/07/13/moulvibazar-1.jpg)
মৌলভীবাজার জেলা সমিতি ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসব সিলিন্ডার হস্তান্তর করা হয়।
অক্সিজেন সিলিন্ডার প্রদানকালে উদ্যোক্তারা জানান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলার কৃতি সন্তান অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদের একান্ত প্রচেষ্টায় এসব সিলিন্ডারের ব্যবস্থা করা হয়েছে। জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা ও মৌলভীবাজার জেলা সমিতির সৌজন্যে জেলার সিভিল সার্জন চৌধুরী জালালউদ্দিন মোর্শেদের কাছে এসব অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক বিনেন্দু ভৌমিক, মৌলভীবাজার জেলা সমিতির সদস্য ডা. আহাদ আহমদ, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আহমদ ফয়সাল জামানসহ অন্যরা।