ময়মনসিংহেও রফিকুল ইসলাম মাদানীর রিমান্ড মঞ্জুর
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/04/10/madani.jpg)
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় পুলিশের করা ভাঙচুর ও বিস্ফোরক আইনের মামলায় রফিকুল ইসলাম মাদানীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ৩ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক শফিকুল ইসলাম ভার্চুয়াল আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল হাই একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৮ মার্চ হরতালের নামে নাশকতা, নগরীর চরপাড়া মোড়ে পুলিশ বক্স ভাঙচুর, বাসে আগুনসহ পুলিশের ওপর হামলার অভিযোগে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাশেম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি নিয়ে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে রাষ্ট্রবিরোধী, উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গাজীপুরের গাছা থানায় করা মামলায় রফিকুল ইসলাম মাদানীকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার নামে রাজধানীতেও মামলা রয়েছে। তিনি এখন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনার পশ্চিম বিলাশপুর সাওতুল হেরা মাদ্রাসার পরিচালক। সরকারবিরোধী ও উসকানিমূলক বক্তব্যের অভিযোগে গত ৮ এপ্রিল নেত্রকোনা থেকে তাঁকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।