ময়মনসিংহে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা
ময়মনসিংহের গৌরীপুর থানায় এক পুলিশ সদস্যের বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। আজ মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী তরুণীর বাবা গৌরীপুর থানায় মামলাটি করেন।
অভিযুক্ত পুলিশ সদস্য মো. রানা মিয়ার বাড়ি গৌরীপুর উপজেলার খালিজুরী গ্রামে। তিনি বর্তমানে নরসিংদীর পলাশ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই তরুণীর তিন বছর ধরে রানার সঙ্গে প্রেমের সম্পর্ক। দুজনে একাধিকবার শারীরিক সম্পর্কেও জড়িয়েছেন। কিন্তু সম্প্রতি রানা তার চাচাতো বোনকে বিয়ে করবেন বলে জানতে পারেন ওই তরুণী। পরে গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে রানার বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন ওই তরুণী। এরপর বাড়ি থেকে পালিয়ে যান রানা।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বিকেলে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে ওসি বলেন, মামলা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।