যশোরে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির আদেশ

যশোরে স্ত্রী হত্যার দায়ে মনিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে ফাঁসি ও ৫০ হাজার টাকার অর্থদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডিত মনিরুল ইসলাম যশোরের বাঘারপাড়া উপজেলার ভাতুড়িয়া গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. ইদ্রিস আলী জানান, ১৯৯২ সালে বাঘারপাড়া উপজেলার হাবুল্যা গ্রামের আব্দুর রশিদের মেয়ে তারা বেগমের সঙ্গে মনিরুল ইসলামের বিয়ে হয়। তাদের হাবিবা ও আবু হুরাইরা নামে দুটি সন্তান রয়েছে। ২০০৯ সালের পর থেকে নানা অজুহাতে তারার ওপর নির্যাতন শুরু করেন মনিরুল। ২০১২ সালের সেপ্টেম্বর মাসে মনিরুল তার স্ত্রী তারাকে হত্যা করে ঘরে পাশে জঙ্গলে মাটিচাপা দেন। এর কয়েকদিন পর পুলিশ তারা বেগমের গলিত লাশ উদ্ধার করে। এ সময় মনিরুলকে আটক করে। এ ব্যাপারে তারা বেগমের মা সবুরা খাতুন মনিরুলের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় একটি হত্যা মামলা করেন।
পিপি জানান, পুলিশ তদন্ত শেষে মনিরুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচার শুরু হয়। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আজ আসামি মনিরুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন।