রংপুরে নারী কাউন্সিলর প্রার্থীর ছেলেকে কুপিয়েছে দুর্বৃত্তরা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/12/24/rnpur-haamlaa.jpg)
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে এক নারী কাউন্সিলর প্রার্থীর একমাত্র ছেলে ইমরান হোসেন সুজনকে গতকাল শুক্রবার মধ্যরাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। তাকে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বুক, পিঠ, হাত ও পায়ে জখম হয়েছে।
আহতের পরিবার ও স্থানীয়রা জানান, রাত পৌনে একটার দিকে নগরীর কামাল কাছনা আইসিএস স্কুলের সামনে দুটি মোটরসাইকেলে চারজন সন্ত্রাসী এসে সুজনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। সুজনের আর্তচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আহত সুজন রংপুর সিটির ২৩, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী হামিদা বেগম ফেন্সীর একমাত্র ছেলে। তার বাবার নাম ফারুক হোসেন। পরিবারের লোকজনের ধারণা, নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষ সুজনকে হত্যার উদ্দেশে এ সন্ত্রাসী হামলা চালিয়েছে। মধ্যরাতে এ ঘটনায় সিটি নির্বাচনের পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছে। থানায় অভিযোগ করলেও পুলিশ এ ব্যাপারে কাউকে আটক করতে পারেনি।