রাজধানীতে দোকানি হত্যায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

রাজধানীর মিরপুরে স্টেশনারি দোকানি কাজী জহুরুল ইসলাম বাবু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় দেন।
আসামিপক্ষের আইনজীবী রুহুল আমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চত করেছেন। তিনি বলেন, ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম এমদাদুল হক। অপরদিকে, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—শহিদুল্লাহ, মনির ও আজাদুল। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রথম দুই আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত এমদাদুলের ভাই।’
আইনজীবী আরও বলেন, ‘২০১৩ সালের ১৭ জুলাই সকাল ১১টায় পূর্ব শত্রুতার জেরে স্টেশনারি দোকানি কাজী জহুরুল ইসলাম বাবুকে মিরপুরের মধ্য মনিপুর এলাকার বাসা থেকে ডেকে ছুরিকাঘাতে হত্যা করে আসামিরা।’
জানা যায়, ঘটনার দিন নিহতের ভাই কাজী তাজুল ইসলাম মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ২৬ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।