রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/09/08/dmch_building.jpg)
রাজধানীর খিলগাঁও তালতলায় মো. ইসহাক হাওলাদার (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বাসা পরিবর্তন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। আজ শনিবার দুপুর ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া সাংবাদিকদের বলেন, ‘মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে অবগত করা হয়েছে।’
মৃতের ভাতিজা কামরুল ইসলাম বলেন, ‘খিলগাঁও তালতলা বাজার এলাকায় নিচ তলার একটি বাসার মালামাল অন্যত্র নেওয়ার সময় স্টিলের আলমারি বিদ্যুতের তারের সঙ্গে লেগে ইসহাক বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
কামরুল আরও জানান, মৃতের বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানা এলাকায়। তিনি খিলগাঁও তালতলা এলাকায় থাকতেন। তাঁর বাবার নাম মফিজ উদ্দিন হাওলাদার।