রাজশাহীতে পৌঁছেছেন মির্জা ফখরুল

গণসমাবেশে যোগ দিতে রাজশাহী পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বিকেল ৫টায় তিনি রাজশাহী বিমানবন্দরে পৌঁছান। শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে বিএনপির নেতারা তাঁকে শুভেচ্ছা জানান। সেখান থেকে কাজিহাটা এলাকার একটি হোটেলে যান তিনি।
রাজশাহী শহরের মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আগামীকাল শনিবার। এর আগেই পরিবহণ মালিক সমিতি ধর্মঘট ডাকে। তাই দুদিন হাতে রেখেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। তারা সমাবেশস্থল ও আশপাশে অবস্থান নিয়েছেন। সেখানে কোনো রকম খাওয়া-দাওয়া করেছেন।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালেই রাজশাহী পৌঁছান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য জি এম সিরাজ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।