রাজারবাগ পীরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া যাবে

মামলার তদন্তের স্বার্থে সিআইডি, কাউন্টার টেররিজম ও দুদক চাইলে রাজারবাগ দরবার শরীফের পীরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাসহ কয়েক দফা নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
একইসঙ্গে রাজারবাগ দরবার শরীফ ও পীরের কর্মকাণ্ডের ওপর সার্বক্ষণিক নজরদারি করতে কাউন্টার টেররিজমকে নির্দেশ দিয়েছেন আদালত।
এ ছাড়া সিআইডির রিপোর্ট অনুযায়ী, ভুক্তভোগীরা চাইলে রাজারবাগ দরবার শরীফের পীর ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন।
একইসাথে এ মামলার রিটকারীর আইনজীবী শিশির মনিরের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিপুল বাগমারকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং সিআইডি আরেকটি রিপোর্ট দায়ের করবে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী সেটি আদালতের নজরে আনবেন।
দুদকের রিপোর্টসহ পরবর্তী আদশের জন্য ১৩ ফেব্রুয়ারি নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও অ্যাডভোকেট এমাদুল হক বশির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
এর আগে গত ২ ডিসেম্বর রাজারবাগ দরবারের পীর দিল্লুর রহমানসহ চারজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে সম্পূরক রিট আবেদন দায়ের করা হয়। অন্য তিনজন হলেন- শাকিরুল কবির, ফারুকুর রহমান ও মফিজুল ইসলাম। ব্যবসায়ী একরামুল আহসান কাঞ্চনের পক্ষে অ্যাডভোকেট এমাদুল হক বশির সম্পূরক এ রিট আবেদন দায়ের করেন।