রোববারের ট্রেনের টিকেট পেতে শনিবার থেকেই লাইনে তাঁরা
মাসুম বিল্লাহ শুক্রবার বিকেলে কমলাপুর রেল স্টেশনে গিয়েছিলেন। উদ্দেশ্য, ৬ জুলাইয়ের টিকিট পাওয়া। তখন তাঁর টিকিট পাওয়ার সিরিয়াল ৮০। গতকাল থেকেই তিনি অপেক্ষা করছেন। কিন্তু, আজ যখন তাঁর সামনে মাত্র ২০ জন; তখনই টিকেট শেষ!
মাসুম বিল্লাহ আগামীকাল রোববারের টিকিট পেতে লাইনে দাঁড়িয়েছেন আজ শনিবার সকাল ১১টা থেকেই। কালকের টিকিট পেতে তাঁর সিরিয়াল নম্বর ১০। কিন্তু, মুশকিল হচ্ছে; মাসুম অসুস্থবোধ করছেন। কারণ, গতকাল থেকেই তিনি স্টেশনের বারান্দায় দাঁড়িয়ে-বসে কাটাচ্ছেন।
মাসুম বিল্লাহ যাবেন সুন্দরবন এক্সপ্রেসে চড়ে খুলনা। যাওয়ার ইচ্ছে ছিল ৬ জুলাই। কিন্তু, তা আর হচ্ছে না। আর এটা নিয়ে দুঃখ করছিলেন তিনি। এ প্রতিবেদকের সঙ্গে যখন তাঁর কথা হয়, তখন তিনি বলছিলেন, ‘বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। সেজন্য দ্রুত যাওয়ার দরকার ছিল। কিন্তু, দুর্ভাগ্য টিকিট পাইনি।’
শুধু মাসুম বিল্লাহ না, এমন চিত্র আরও দেখা গেছে স্টেশন ঘুরে। অধিকাংশের চোখে-মুখে ক্লান্তির ছাপ। তবে, টিকিট পেতেই হবে; এমন মনোভাব তাঁদের। টিকিট সোনার হরিণ হলেও পেতে মরিয়া সবাই।
সাব্বির রহমান। তিনিও ৬ জুলাইয়ের টিকিট পেতে গতকাল শুক্রবার রাতে স্টেশনে পৌঁছেছিলেন। ভেবেছিলেন, শনিবার সকালেই টিকিট পেয়ে যাবেন। কিন্তু, না। তিনি টিকিট পাননি। সাব্বির বলছিলেন, ‘সারারাত স্টেশনে কাটিয়ে দিলাম। কিন্তু, টিকিট পেলাম না। আগামীকাল পর্যন্ত এখানেই থাকতে হবে। কাল পাব কি না তাও জানি না। তবে, টিকিট না নিয়ে ঘরে ফিরে যাব না। আমার তিনটা টিকিট লাগবে।’
গতকাল শুক্রবার থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনের টিকিট বিক্রি ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেছে। ফলে, যাঁরা টিকিট পাননি, তাঁরা আগামীকাল টিকিট পেতে লাইনে দাঁড়িয়ে গেছে। তবে, এত কিছু ভোগান্তি তৈরি হয়েছে। প্রথমত সবাই ক্লান্ত। দ্বিতীয়ত, টিকিট না পেয়ে পরেরদিনের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কখনো-কখনো হট্টগোলের দেখা মিলেছে। কারণ, আগে-পরে দাঁড়ানো নিয়ে ঝামেলা তৈরি হওয়া।
আজ সকাল আটটা থেকে কমলাপুর রেলস্টেশনে ৬ জুলাইয়ের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। কোনো কোনো কাউন্টারে ১০টার মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়। নারীদের একটি কাউন্টার ছাড়া পুরুষদের সব কাউন্টারে ১১টার মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়।
স্টেশনে গিয়ে দেখা যায়, আগামীকালের টিকিট পেতে শতশত মানুষ সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে বসে রয়েছেন স্টেশনে। ঝামেলা যতটুকু হচ্ছে, তা মূলত ওই সিরিয়াল করা নিয়ে। কেউ কেউ অভিযোগ তুলছেন যে পেছনে থাকা অনেক ব্যক্তির সিরিয়াল আগে হয়ে যাচ্ছে।