র্যাবের মামলায় জামিন পেলেন আইনজীবী ইব্রাহিম খলিল
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যদের মারধর ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইব্রাহিম খলিল।
আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই আদেশ দেন। গত শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আইজীবী ইব্রাহিম খলিলকে হাজির করে পুলিশ। এ সময় তাঁর পক্ষে জামিনের আবেদন করলে আজ রোববার শুনানির দিন নির্ধারণ করা হয়।
এদিকে আজ দুপুরে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাসুদ আহমেদ তালুকদারসহ বেশ কয়েকজন আইনজীবী তাঁর পক্ষে জামিন শুনানি করেন। এ সময় এজলাস কক্ষে ও বাইরে বিপুল সংখ্যক আইনজীবী স্লোগান দিতে থাকেন। এ অবস্থায় বিচারক তাঁকে জামিন দেন। পরে বিক্ষুব্ধ আইনজীবীরা মিছিল ও সমাবেশ করেন।
মামলার নথি থেকে জানা গেছে, গত ১২ মার্চ র্যাব-১০ এর উপপরিদর্শক এনায়েত হোসেন বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।
ইব্রাহিম খলিল সুপ্রিম কোর্ট বার ও ঢাকা বারের সদস্য। তিনি ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য।