কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১-এর বিচারক এম আলী আহমেদ এ আদেশ দেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আকরাম হোসেন জানান, ২০১৫ সালে বকশীগঞ্জ উপজেলায় কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আজ তাকিউল হাসান উদয় নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইবুনাল।