লোহাগাড়ায় অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বার দুর্গম পাহাড়ি এলাকা থেকে অস্ত্রসহ চন্দ্র চাকমা (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ মে) সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া যুবক চন্দ্র চাকমা (৩৮) পুনর্বাসন চাকমাপাড়ার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে দুটি দেশীয় একনলা বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দুজন পাহাড়ি সন্ত্রাসী উপজেলার চরম্বা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুর্গম পাহাড়ি টিলায় সেগুন বাগানে অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য অবৈধ অস্ত্রসহ অবস্থান করছিল। এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ। সেগুন বাগানের পশ্চিম পাশে গাছের ওপর বানানো টং ঘরের নিচে পাহাড়ি টিলার ঢালু জায়গায় সন্ত্রাসী দুজন অবস্থান নিয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ও পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাদের ধাওয়া করে একটি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ চন্দ্র চাকমাকে আটক করতে সক্ষম হয়। তার সহযোগী পাহাড়ি সন্ত্রাসী তরুণ চাকমা একনলা বন্দুকটি রেখে কৌশলে পালিয়ে যায়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘দুজন পাহাড়ি সন্ত্রাসীর মধ্যে চন্দ্র চাকমাকে গ্রেপ্তার করা হয়। অপরজন পাহাড়ি সন্ত্রাসী তরুণ চাকমা অস্ত্র রেখে কৌশলে পালিয়ে গেছে। এ ঘটনায় অস্ত্র আইন ও পুলিশের ওপর আক্রমণ করায় দুটি পৃথক মামলা হয়েছে। আসামি চন্দ্র চাকমাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।’