জিমে গিয়ে আহত, ক্ষমা চাইলেন রাশমিকা
শরীরচর্চা করতে গিয়ে চোট পেয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। আর সেই জেরেই বন্ধ রয়েছে তার ‘সিকান্দার’ সিনেমার শুটিং। সামাজিক যোগাযোগমাধ্যমে পায়ে চোট পাওয়া সেই ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পায়ে গুরুতর চোট পেয়েছেন রাশমিকা মান্দানা। প্লাস্টার করতে হয়েছে তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে রাশমিকা নিজের আহত পায়ের ছবি শেয়ার করে একটি দীর্ঘ স্ট্যাটাস লিখেছেন। নতুন বছরের শুরুটাই তার জন্য হলো খারাপভাবে।
রাশমিকা লিখেছেন, ‘হ্যাঁ.. আমার জন্য মনে হচ্ছে এটাই হ্যাপি নিউ ইয়ার! জিম করতে গিয়ে নিজেকে নিজে আহত করে ফেলেছি। এবার আমি খালি সুস্থ হওয়ার আশা করছি। জানি না কয়েকটা সপ্তাহ লাগবে নাকি কয়েকটা মাস লাগবে। জানি না কবে আমার ‘থামা’, ‘সিকান্দার’ আর ‘কুবেরা’র শুটিং ফ্লোরে ফিরতে পারব। আমার সকল পরিচালকদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই অনর্থক দেরিটা হওয়ার জন্য। আমার পাটা একটু ঠিক হয়ে গেলেই, অন্তত একটু চলার মতো হলেই আমি আবার শুটিং ফ্লোরে ফিরব কথা দিচ্ছি। আর এর মধ্যে যদি আপনাদের আমাকে দরকার হয়, তাহলে আমাকে দেখতে পাবেন, এক কোণে আমি খরগোশের মতো লাফাচ্ছি। কারণ আমি এখন সেই ওয়ার্কআউটটাই করছি।’
প্রসঙ্গত, গত বছর জুনে সিকান্দার সিনেমার শুটিং শুরু হয়েছিল। ইতোমধ্যেই হায়দরাবাদে শুটিংয়ের বেশ কিছু অংশ সেরেছেন রাশমিকা ও সালমান দুজনেই। শুটিংয়ের প্রথম দিনেই অসুস্থ হয়ে পড়েন রাশমিকা। যদিও এই সময়ে সালমান খান তাকে বিশেষ যত্ন নিয়েছিলেন, যা সম্প্রতি নিজেই জানিয়েছেন অভিনেত্রী। এরপর কিছুদিন পর সালমান খান নিজেই আহত হন। তিনি পাঁজরে চোট পাওয়ার পরও শুটিং চালিয়ে যান। তবে তারপরই সালমানের বাড়িতে গুলির পর বেশ কিছুদিনের জন্য সিনেমাটির শুটিং বন্ধ হয়ে যায়।