শাহজালালে সোয়া কেজি স্বর্ণসহ শারজাহ ফেরত যাত্রী আটক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/05/28/airport.jpg)
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি ২১৬ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ সোমবার এই আসামিকে আটক করা হয়। অভিযুক্ত যাত্রীর নাম শাহ আলম। তার বাড়ি ফেনীর দাগনভূঞাতে।
আটক শাহ আলমের ব্যাগ স্ক্যান করে স্বর্ণ পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের মধ্যে সাতটি সোনার বার ও স্বর্ণালঙ্কার রয়েছে। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ৮৯ লাখ টাকা। অভিযুক্ত শাহ আলম আজ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আল আরাবিয়ার একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন।