শিশুকে ধর্ষণের অভিযোগে পলিটেকনিকের ছাত্র গ্রেপ্তার

সাতক্ষীরায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শেখ শরিফুজ্জামান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় শহরের অদূরে একটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতেই শরিফুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া শেখ শরিফুজ্জামান কলারোয়া উপজেলার রাজনগর গ্রামের বাসিন্দা। সে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। উপজেলার কাসেমপুর এলাকায় একটি ছাত্রাবাসে থেকে লেখাপড়া করে সে।
পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় শিশুটি বাড়ির পাশেই খেলছিল। এ সময় শরিফুজ্জামান তাকে ফুসলিয়ে ডেকে ছাত্রাবাসে নিজের কক্ষে নিয়ে যায়। সেখানে ওই শিশুকে ধর্ষণ করে সে। পরে ওই শিশু বাড়িতে গিয়ে তার মা-বাবাকে ঘটনাটি জানায়। পরে এ বিষয়ে পুলিশকে জানানো হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গতকাল রাতেই শরিফুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার তার মেডিকেল পরীক্ষার কথা রয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।