‘শীতে মানসিক ভারসাম্য হারায় ছেলে’, বৃদ্ধাকে গলা কেটে হত্যা
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁর ছেলেকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডোয়াইল পূর্বপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত ছালেহা বেগম (৬২) গ্রামের মৃত হাতেম আলীর স্ত্রী। এ ঘটনায় আটক তাঁর ছেলে মাসুদুর রহমানের (২৫) মানসিক ভারসাম্যহীনতা রয়েছে বলে দাবি করেছে পরিবার।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান দাবি করেন, ‘নিহতের ছেলে মাসুদুর হত্যার দায় স্বীকার করেছেন। তবে কেন খুন করেছেন তার কারণ বলেননি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছেলেকে আটক করে এবং লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ দাবি করেছে, কোরানে হাফেজ মাসুদুর রহমান শীতকালে কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। গতকাল বুধবার রাতে আয় উপার্জন না করায় বেকার ছেলের সঙ্গে তাঁর মায়ের বাকবিতণ্ডা হয়।
আজ বৃহস্পতিবার সকাল ৭টার খাবার ঘরে ছালেহা বেগমকে গলা কেটে হত্যা করা হয়। পরে স্থানীয়রা ছেলে মাসুদুরকে আটক করে পুলিশে খবর দেয়।