শেখ রাসেল সেতুরক্ষা বাঁধের ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হচ্ছে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/08/19/kushtia_nodi_vangon_pic.jpg)
শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু প্রতিরক্ষা বাঁধের ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙনরোধে বেশ কিছু বালিভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে।
গতকাল বুধবার সন্ধায় কুষ্টিয়ার গড়াই নদীর উপর নির্মিত শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু প্রতিরক্ষা বাঁধের ৭০ মিটারের বেশি গড়াই নদীগর্ভে বিলীন হয়ে যায়।
এতে নদীপারের প্রায় পাঁচটি কাঁচা-পাকা বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান তলিয়ে যায়। হুমকির মুখে পড়েছে ৩০টিরও বেশি ঘরবাড়ি। আতঙ্ক ছড়িয়ে পড়েছে নদীপারের বাসিন্দাদের মধ্যে। অনেকেই তাদের বসতবাড়ি ভেঙে অন্য জায়গায় সরিয়ে নিচ্ছে। পাশাপাশি চরম হুমকির মুখে পড়েছে স্বপ্নের শেখ রাসেল সেতু।
গত রোববার ভোরেও পানির তোড়ে ব্লক ধসে সেতুরক্ষা বাঁধের ৫০ মিটার নদী গর্ভে বিলীন হয়ে যায়।
উল্লেখ্য, কুষ্টিয়া শহর সংলগ্ন হরিপুরবাসীর স্বপ্নের শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু ২০১৭ সালে উদ্বোধন করা হয়। এতে ব্যয় হয় ৭৮ কোটি টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে সংযোগ সেতু রক্ষার জন্য প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে সেতুর উভয় পাড়ে ৪১০ মিটার ব্লক বাঁধ নির্মাণ করা হয়।
গত বছর বর্ষার সময় সেতুর হরিপুর অংশের পূর্ব পাশের বাঁধটির বেশ কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। সে সময় তড়িঘড়ি করে কিছু জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানো হয়। এরপর এক বছর পেরিয়ে গেলেও স্থায়ী ব্যবস্থা না নেওয়ায় গত রোববার ভোরে পানির তোড়ে পুনরায় ব্লক ধসে বাঁধের ৫০ মিটার নদীগর্ভে চলে যায়।