শেখ হাসিনার কল্যাণে জামালপুর উন্নয়নের রোল মডেল : মির্জা আজম
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে জামালপুর দেশের সবচেয়ে পিছিয়ে থাকা জেলা থেকে উন্নয়নের রোল মডেল হতে যাচ্ছে।
আজ শুক্রবার বিকেলে জামালপুর ডায়াবেটিক সমিতি হাসপাতালের অষ্টম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম এসব কথা বলেন।
জামালপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রায় ৫০ হাজার কোটি টাকার কর্মকাণ্ড চলছে উল্লেখ করে মির্জা আজম বলেন, ‘এসব কর্মযজ্ঞ শেষ হলে জামালপুরের দৃশ্যপট পাল্টে যাবে। জামালপুর হবে দেশের উন্নত জেলাগুলোর একটি। আর এসব কাজ সম্ভব হচ্ছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আন্তরিকতায়।‘
জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ফরহাদ হোসেন মানুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেছুর রহমান, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, সিভিল সার্জন প্রণয় কান্তি দাস, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম প্রমুখ।
বার্ষিক সাধারণ সভা শেষে সংসদ সদস্য মির্জা আজমকে সভাপতি ও সৈয়দ তরিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।