শেখ হাসিনার স্বপ্ন কেউ যেন নস্যাৎ করতে না পারে
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল স্বাধীন দেশ, মানুষের গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে। বর্তমান প্রেক্ষাপটে যুবলীগের অন্যতম ভূমিকা হবে শেখ হাসিনার স্বপ্ন মধ্যম আয়ের দেশ কেউ যেন নস্যাৎ করতে না পারে।
আজ শনিবার দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান এ কথা বলেন।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, রাজনীতি কোনো পেশা নয়। দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের কল্যাণে কাজ করাই হলো রাজনীতির উদ্দেশ্য।
মাদারগঞ্জের বালিজুড়ি এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মো. ফরিদুল ইসলাম। উদ্বোধকের বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। বিশেষ অতিথি হিসেবে যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা, সাধারণ সম্পাদক ফারহান আহাম্মেদ প্রমুখ বক্তব্য দেন।
পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা যুবলীগের বর্তমান কমিটিকেই পুনরায় নতুন মেয়াদের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়।