শেরপুরে জ্বালানির মূল্যবৃদ্ধি, লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপির সমাবেশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/08/12/sherpur-bnp-news-pic.jpg)
শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি : এনটিভি
শেরপুর জেলা বিএনপি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লোডশেডিং ও নেতাকর্মী হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। আজ শুক্রবার এসব কর্মসূচি পালন করে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিকেলে বিশাল বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে। পরে তা জেলা বিএনপির রঘুনাথ বাজারের কার্যালয় এসে শেষ হয়। এর আগে বিভিন্ন মহল্লা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা শহরের গৃর্দানারায়ণপুর এলাকায় জমায়েত হয়।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেজ মামুন, জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক হযরত আলীসহ জেলা বিএনপি ও সহযোগীর সংগঠনের নেতারা।