১ মে শ্রমিক সমাবেশ বাস্তবায়নে ৫১ সদস্যের কমিটি গঠন

মহান মে দিবস (আন্তর্জাতিক শ্রমিক দিবস) উপলক্ষে সুশৃঙ্খল, বর্ণাঢ্য ও উৎসবমুখরভাবে উদযাপনের জন্য মে দিবস পালন জাতীয় কর্মসূচি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। ৫১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেলে গুলশানস্থ বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উদযাপন কমিটি ধারাবাহিক প্রস্তুতিসভা আয়োজন করছে। শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে জরুরি এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন শামছুর রহমান শিমুল বিশ্বাস।
সভায় নজরুল ইসলাম খান, শামছুর রহমান শিমুল বিশ্বাস, হাবিব উন নবী খান সোহেল, ইমরান সালেহ প্রিন্স, সুলতান সালাউদ্দিন টুকু, কাজী সাইয়েদুল আলম বাবুল, তাইফুল ইসলাম টিপু, হুমায়ুন কবির খান, ফিরোজ্জামান, শ্রমিক দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর, দক্ষিণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।