শেরপুরে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়ন থেকে এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে নয়াবিল আন্ধারুপাড়া সড়কের পাশের ধানক্ষেত থেকে এই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নারীর সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে পাওয়া পরিচয় অনুযায়ী নারীর নাম নাজমা বেগম। স্বামীর নাম আলী আকবর।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, সম্ভবত শ্বাসরোধ করে হত্যার পর ওই নারীর মরদেহ ফেলে যাওয়া হয়েছে। প্রাথমিক সুরতহালে গলায় শ্বাসরোধের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, দুদিন আগে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, নিহত নাজমা থাকতেন নালিতাবাড়ীর কেন্দুয়াপাড়া গ্রামে। তার দুই সন্তান রয়েছে। তবে তিনি অনেক আগেই সন্তান ও স্বামীর সংসার ত্যাগ করে চলে যান। গতকাল সন্ধ্যায় এক ব্যক্তি ধানক্ষেতে ওই নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে।