শেরপুরে বন্দুক, গুলি ও ককটেলসহ গ্রেপ্তার যুবক

ঝিনাইগাতী থানা। ফাইল ছবি
শেরপুরের ঝিনাইগাতীর গারোপাহাড়ের নওকুচি এলাকা থেকে বন্দুক, গুলি ও ককটেলসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক যুবককে আটক করেছে র্যাব। গতকাল রোববার তাকে আটক করা হলেও ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়েছে আজ সোমবার।
আটক নির্মল সাংমার (২৮) কাছ থেকে একটি দেশীয় কাটা রাইফেল, একটি পাইপগান, তিন রাউন্ড গুলি ও তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব ১৪ সিপিসি ১ কোম্পানি কমান্ডার আশিকউজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব এই অভিযান চালায়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম জানান, র্যাব সোমবার তাদের কাছে নির্মল সাংমাকে সোপর্দ করে। র্যাবের পক্ষ থেকে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।