সরকারের সুবিধাভোগীরাই ইসিতে নিয়োগ পেয়েছে : টুকু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, নতুন নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারসহ যেসব নির্বাচন কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে, এরা প্রত্যেকেই গত দশ বছরে এই সরকারের সুবিধাভোগী। সুতরাং এই সরকারের সুবিধাভোগীদের দিয়ে কমিশন করলে তো আগে যা ছিল তাই হবে। আমরা মনে করি, নিরপেক্ষ সরকার ছাড়া এদেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’
নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শনিবার বিকেলে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘নতুন এই নির্বাচন কমিশনের মাধ্যমেও দেশে ভোটের কোন পরিবর্তন হবে না। বর্তমান সরকার ক্ষমতায় থাকলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আমরা প্রথম থেকেই দাবি করে আসছি, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন কমিশনই নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না।’
বিএনপির এই নেতা বলেন, ‘আমরা বর্তমান সরকার ও তাদের অধীনে কোন নির্বাচন কমিশনই মানি না। এই দাবিতে আমরা এখনো অনড় আছি। কারণ এই সরকারের অধীনে কোনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।’
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর, আনিছুর রহমান, সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীবকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। আজ শনিবার বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।