সরকার মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/10/27/mental.jpg)
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, শরীরে কোনো রোগ না থাকা মানেই সুস্থতা নয়। শারীরিক ও মানসিকভাবে পরিপূর্ণ ভালো থাকাই সুস্থতা। সরকার মানসিক স্বাস্থ্যের ওপর যথেষ্ট গুরুত্বারোপ করেছে। সেজন্য এ সরকারের আমলেই ‘মানসিক স্বাস্থ্য আইন ২০১৮’ ও ‘জাতীয় মানসিক স্বাস্থ্য নীতি ২০২২’ প্রণয়ন করা হয়েছে।
আজ বৃহস্পিতবার রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ মেন্টাল হেলথ নেটওয়ার্ক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী খালিদ।
প্রতিমন্ত্রী খালিদ বলেন, ‘সামাজিক দ্বন্দ্ব, পারিবারিক অশান্তি, প্রেমবিরহ, ঝগড়াকলহ, পরকীয়া আসক্তি প্রভৃতি থেকে মানসিক সমস্যার সৃষ্টি হয়। তরুণ প্রজন্মের একটি অংশ মানসিক সমস্যা থেকে মাদকাসক্ত হয়ে পড়ছে, যা আমাদের জন্য অশনি সংকেত।’
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ইতিবাচক চিন্তাভাবনা ও কাজ করতে হবে। ইতিবাচক চিন্তাভাবনা ও কাজ মানসিক সুস্বাস্থ্যে সহায়ক ভূমিকা পালন করে।’
বাংলাদেশ মেন্টাল হেলথ নেটওয়ার্কের চেয়ারম্যান অধ্যাপক শাহীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শফিকুল ইসলাম ও সাজেদা ফাউন্ডেশনের মেন্টাল হেলথ প্রোগামের অ্যাডভাইজার ডা. আশিক সেলিম।
অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন বাংলাদেশ মেন্টাল হেলথ নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মনিরা রহমান। অনুষ্ঠানে বিষয়ভিত্তিক সংগীত পরিবেশন করেন ফারজানা ওয়াহিদ শায়ান।