সাতক্ষীরায় পিটিয়ে ভোঁদড় হত্যার অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী ভোঁদড় (উদবিড়াল) হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি গ্রামে ভোঁদড়টিকে প্রকাশ্যে গ্রামবাসীর সামনে পিটিয়ে হত্যা করা হয়।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ভবতোষ মন্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কয়েকদিন আগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা দুইটি ভোঁদড়সহ বেশকিছু বন্যপ্রাণী উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দেয়। বন বিভাগ তা সুন্দরবনে অবমুক্ত করে। এর মধ্যে থাকা দুটি ভোঁদড়ের একটি কলবাড়ি গ্রামের রবীন্দ্রনাথ বর্মণের পুকুরে চলে আসে। ভোঁদড়টি ওই পুকুরের মাছ খেতে থাকে। ফলে পুকুর মালিক রবীন্দ্রনাথ তার সহযোগী ঝন্টুকে নিয়ে পুকুরে জাল ফেলে ভোঁদড়টিকে ধরে। পরে গ্রামবাসীর আপত্তির মুখেও ভোঁদড়টিকে পিটিয়ে হত্যা করে।’
এ বিষয়ে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, ‘আমরা এই হত্যার প্রমাণ পেয়েছি। জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হবে।’